বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইফস্টাইল

দাঁড়িয়ে পানি পানের ক্ষতিকর দিকগুলো

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২১, ১:২১ পিএম

অনেক সময় ভুল নিয়মে পানি পান করে নিজেকে ঝুঁকির মুখে ফেলে দেই আমরা। দাঁড়িয়ে পানি পান করলে দেখা দিতে পারে নানা ধরনের শারীরিক সমস্যা।

দেহের কোষ, কলা বা টিস্যু, বিভিন্ন অঙ্গ তথা মস্তিষ্ক, কিডনী, পাকস্থলী, ত্বক, চুল ইত্যাদির যথাযথ কার্যকারীতার জন্য পানি অত্যাবশ্যকীয়। শরীরের সকল প্রকার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করা প্রয়োজন।

চলুন জেনে নেই দাঁড়িয়ে পানি পানের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে।

১. দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলীতে গিয়ে আঘাত করে। স্টমাক থেকে নিঃসৃত অ্যাসিডের কর্মক্ষমতা কমিয়ে দেয়। বদহজমের আশঙ্কা বাড়ে। তলপেটে যন্ত্রণাসহ একাধিক সমস্যা তৈরি হয়।
২. দাঁড়িয়ে পানি পান করা হলে তা দ্রুত কোলন বা মলাশয়ে চলে যায়। ফলে পানির প্রয়োজনীয় পুষ্টি উপকরণ শরীরে শোষিত হয় না।

৩. গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ বা G.E.R.D দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি ইসোফেগাসে গিয়ে ধাক্কা মারে। এরফলে পাকস্থলীর ভেতরের সরু নালিটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। যার ফলে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ বা G.E.R.D এর মতো রোগ শরীরে বাসা বাঁধে।

৪. পানি পান করার পরেই ছাঁকনিগুলো শরীর পরিশ্রুত করার কাজ শুরু করে দেয়। দাঁড়িয়ে পানি পান করলে শরীরের অন্দরে থাকা ছাঁকনিগুলো সংকুচিত হয়ে যায়। পরিশ্রুত করার কাজ বাধা পায়। শরীরে টক্সিনের মাত্রা বাড়তে থাকে।

৫. দাঁড়িয়ে পানি পান করলে নার্ভ উত্তেজিত হয়ে যায়, উদ্বেগ বাড়তে থাকে।

৬. কিডনি ক্ষতিগ্রস্ত হয় দাঁড়িয়ে পানি পান করলে। এতে কিডনির কর্মক্ষমতা কমে। কিডনি ড্যামেজের আশঙ্কা থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
সুন্দর এবং শিখনীয় লেখা। ২৮ ডিসেম্বর, ২০২১, ১:৩২ পিএম says : 0
Thanks
Total Reply(0)
মো:+শফিউর+রহমান ২৮ ডিসেম্বর, ২০২১, ২:২৩ পিএম says : 0
ইসলাম ধর্ম কি বলেছে আর ডাক্তার, বৈজ্ঞানিকেরা কি বলতেছে মানুষ তা অবলকন করলে বুজতে পারবে মহান রাব্বুল আলামিন কোন ধর্ম মানুষ জাতিকে পালনের নির্দেশ প্রদান করেছে । উপরোক্ত পানির ব্যাপারে যে মন্তব্য প্রকাশ করা হয়েছে তাতে প্রমানের আরকি প্রয়োজন আছে যে দাড়িয়ে পানি পান করা জায়েজ নেই এবং হারামের ভিতর অন্তর ভুক্ত ! মহান রাব্বুল আলামিন আমাদেকে সঠিক পথে চলার এবং বুজার তৌফিক দান করুন
Total Reply(0)
Mohammad Sirajullah, M.D. ২৯ ডিসেম্বর, ২০২১, ৫:২৫ এএম says : 0
I am sorry to defer with the content of this article. It has no medical basis. Some one is trying to get false credit and confuse people.
Total Reply(0)
Md.Moniruzzaman ১১ জানুয়ারি, ২০২২, ২:৪৯ পিএম says : 0
Islam prohibited stand drinking water
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন