সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বাইডেনকে হত্যা পরিকল্পনাকারী সশস্ত্র যুবকের স্বীকারোক্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

প্রেসিডেন্ট জো বাইডেন, অ্যান্থনি ফাউচিসহ মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা নিয়েছিলেন কুয়াচুয়া ব্রিলিয়ন জিওয়ং নামক এক যুবক। অত্যাধুনিক ‘এআর-১৫’ অস্ত্র, গোলাবারুদসহ ক্যালিফোর্নিয়া থেকে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে হোয়াইট হাউজের দিকে রওনা দেন তিনি। কিন্তু গাড়ির অস্বাভাবিক গতি এবং আচরণ সন্দেহ জাগে পুলিশের। ফলে পথেই আটকে দেয় পুলিশ। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যম আরটি। খবরে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার উদ্দেশে হোয়াইট হাউজের দিকে যাচ্ছিলেন বলে স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, গত ২১ ডিসেম্বর আইওয়ার কাস কাউন্টি থেকে ওই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এজেন্টের জাস্টিন লাসন বলেছেন, আটক জিওং ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে সরাসরি হোয়াইট হাউজের দিকে যাচ্ছিলেন। মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা ছিল তার। তাকে আটকের সময় মোবাইলের গুগল ম্যাপেও হোয়াইট হাউজের রুট পাওয়া গেছে। ক্যালিফোর্নিয়ার এই বাসিন্দাকে স¤প্রতি চাকুরিচ্যুত করেন তার গ্রোসারি স্টোরের কর্তৃপক্ষ। তিনি বলেছেন, বন্দিদশা থেকে মুক্তি পেলে আবারও হোয়াইট হাউজ কর্মকর্তাদের হত্যার জন্য যা যা প্রয়োজনীয় তাই করবেন। এরমধ্যে দিয়ে নিজের মিশন শেষ করার ইচ্ছে প্রকাশ করেন এই যুবক। বর্তমানে কারাগারে রাখা হয়েছে তাকে। আরটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন