ইনকিলাব ডেস্ক : সাবেক ক্রিকেটার এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, পাকিস্তানে অভ্যন্তরীণ গ-গোল লাগাচ্ছে ভারত। শুধু তাই নয়, ভারতের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগও তুলেছেন তিনি। বালুচিস্তানের কোয়েটায় একটি পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে বিস্ফোরণে ৬১ জনের প্রাণহানি ও শতাধিক লোক আহত হওয়ার ঘটনার পরেই এ কথা বলেন তিনি। ঘটনার পরপরই বিস্ফোরণস্থলে যান তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খান। সেখান থেকে ফেরার পথে ভারতের সমালোচনা করে তিনি বলেন পাকিস্তানের অভ্যন্তরে অন্তর্ঘাতেও উৎসাহ যোগায় ভারত। ইমরান খান আরো বলেন, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে ছকে খেলছে ভারত। ষড়যন্ত্র করে পাকিস্তানের ভিতরে গ-গোল লাগাতে চাইছে দেশটি। আসলে পাকিস্তানের সামরিক শক্তির কাছে ভারত পরাজিত হয়ে যাবে, তা সত্য মেনে নিয়েই এই কাজ করছে তারা। যদিও ভারতকেই নয়, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উদ্দেশ্যেও আক্রমণ শানিয়েছেন তিনি। ডন, এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন