ইনকিলাব ডেস্ক : রিপাবলিকান পার্টি থেকে মনোনীত মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের কাজ চুরি করছে চীন। তিনি দাবি করেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের পেছনে চীনের অবদান সবচেয়ে বেশি। ট্রাম্প বলেছেন, যদি যুক্তরাষ্ট্র তাকে প্রেসিডেন্ট হিসাবে বেছে নেয় তাহলে যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ ফেরাতে চীনের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। এ অবস্থায় ট্রাম্প ক্ষমতায় এলে লাখ লাখ চীনা কর্মহীন হয়ে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। তার এমন চীন-বিরোধী মন্তব্যের কারণে ডোনাল্ড ট্রাম্প নামটাই এখন অনেকটা বিভীষিকা হয়ে উঠেছে চীনাদের কাছে। আর তাই ট্রাম্পকে পাল্টা জবাব দিতে এবারের হ্যালোউইন উৎসবে ট্রাম্পের ভয়ঙ্কর দিকটা দেখাতে চাইছে চীন। এ কারণেই দেশটির অলিগলিতে তৈরি হচ্ছে দ্য ট্রাম্প মুখোশ। এই মুখোশের চাহিদা এখন দুনিয়াজোড়া। দক্ষিণ চীনের শেনঝেনের একটি ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখোশ। ল্যানবিংসাই ল্যাটেক্স ক্রাফ্টস ফ্যাক্টরি ট্রাম্পের এই মুখোশ তৈরি করে বিভিন্ন দেশে রফতানি করছে। চীনে এবার হ্যালোউইনের জন্য স্থানীয় মুদ্রায় মাত্র ৩০ ইউয়ান খরচ করলে যে কেউ একজন ডোনাল্ড ট্রাম্প-এর মালিক হয়ে যেতে পারেন। এই ফ্যাক্টরির ২০-৩০ জন শ্রমিক মিলে তৈরি করবে এই মুখোশ। এর আগেও চীনে দেখা গিয়েছে ট্রাম্পের মুখোশ তৈরি করতে। এবিপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন