শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

২০ সাল নাগাদ পৃথিবীর দুই-তৃতীয়াংশ বন্যপ্রাণী হারিয়ে যাবে

প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ১৯৭০ সালের পর থেকে পৃথিবীর বন্য প্রাণীর সংখ্যা অন্তত ষাট শতাংশ কমে গেছে বলে বলছেন গবেষকরা। পরিবেশবাদী গ্রুপ ডব্লিউডব্লিউএফ এবং যুওলজিক্যাল সোসাইটি অব লন্ডন বলছে, এই ধারা চলতে থাকলে, ২০২০ সাল নাগাদ পৃথিবীর দুই তৃতীয়াংশ বন্যপ্রাণী হারিয়ে যাবে। বন ধ্বংস, জনসংখ্যা বৃদ্ধি, মানুষের অতিরিক্ত মাছ ধরা বা শিকার এবং জলবায়ু পরিবর্তনকে এজন্য দায়ী করেছেন গবেষকরা। গত ৪০ বছরে বিশ্বে বন্য প্রাণীর কমেছে ৫৮%। পরিসংখ্যানে বলা হচ্ছে যেসব প্রাণী লেক, নদী ও জলাভূমিতে বাস করে তারা বেশি ক্ষতির মুখে পরছে। যদিও যে পদ্ধতিতে এই হিসাব বের করা হয়েছে সেটা নিয়ে এখন সমালোচনা হচ্ছে। দি লিভিং প্ল্যানেট রিপোর্ট প্রতি দুই বছর পর পর প্রকাশিত হয়, এর উদ্দেশ্য বিশ্বের বন্যপ্রাণীদের অবস্থান তুলে ধরা।। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন