বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অগ্নিকাণ্ডের জেরে ধসে পড়লো দ. আফ্রিকার পার্লামেন্টের ছাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২২, ১০:৪৭ এএম

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ধসে গেছে সেখানকার একটি ভবনের ছাদ। রবিবারের এই অগ্নিকাণ্ডে ন্যাশনাল অ্যাসেম্বলির কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (২ জানুয়ারি) স্থানীয় সময় পাঁচটার দিকে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। আগুন নেভাতে একাধিক অগ্নিনির্বাপক গাড়ির মাধ্যমে চেষ্টা চালিয়ে যান দমকলকর্মীরা।
পার্লামেন্ট ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে কেপটাউন শহরের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা জেপি স্মিথ জানান,পুরো পার্লামেন্ট কমপ্লেক্সটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, পানি ভরে গেছে এবং ধোঁয়ার দাগ পড়ে গেছে। জেপি স্মিথ বলেন, পুরনো অ্যাসেম্বলি হলের ওপরের ছাদ পুরোটা ধসে গেছে আর এই সংশ্লিষ্ট সব অফিস ও ব্যায়ামাগার ধ্বংস হয়ে গেছে।
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট কমপ্লেক্সে বেশ কয়েকটি ভবন রয়েছে। এর কয়েকটি ১৮৮৪ সালে নির্মিত। পার্লামেন্টের নিম্ন কক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি নিউ উইং নামে পরিচিত একটি অংশে অবস্থিত। আর উচ্চকক্ষ বা ন্যাশনাল কাউন্সিল অব প্রভিন্সেস অবস্থিত ওল্ড উইং এ।
পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কমপ্লেক্সের ওল্ড উইং এ আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু নিউ উইং এ আগুন এখনো জ্বলছে।
জেপি স্মিথ জানান, রবিবারের অগ্নিকাণ্ডটি ২০২১ সালের মার্চের অগ্নিকাণ্ডের থেকেও মারাত্মক। মার্চে পার্লামেন্ট কমপ্লেক্সের ওল্ড অ্যাসেম্বলি অংশে আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি। সূত্র: সিএনএন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন