উত্তর : এটি গীবতের মধ্যেই পড়ে। কারণ গীবত হচ্ছে, এমন কোনো দোষের কথা ব্যক্তির অগোচরে বর্ণনা করা, যা আসলেই তার মধ্যে আছে, কিন্তু এই নিন্দার বা সমালোচনার কতা শুনলে তার মনে কষ্ট লাগবে। শরীয়তে গীবতের এটিই সংজ্ঞা। তবে, জনগণকে বড় কোনো ক্ষতি থেকে বাঁচানোর জন্য দোষী ব্যক্তির দোষ জানিয়ে দেওয়া গীবতের মধ্যে পড়ে না। এখন আপনি কোন পর্যায়ে, কী উদ্দেশ্যে, কার সমালোচনা, কোন লেভেলে কতটুকু করছেন তা বিবেচনা করার শক্তি আপনার থাকতে হবে। যদি এসব না বোঝেন তাহলে আপনার জন্য নিরবতাই উত্তম। যারা গীবতের প্রকারভেদ বোঝেন, তাদের জন্যই কথা বলা সমীচীন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন