শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কুকুরের জন্মদিনে ১২ লাখ টাকায় ৫২০টি ড্রোন ভাড়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২২, ১০:০৬ এএম

ধুমধাম করে প্রিয় পোষা কুকুরের জন্মদিন পালনের জন্য ৫২০টি ড্রোন ভাড়া করে তোপের মুখে পড়েছেন এক তরুণী। ড্রোনগুলো ভাড়া করতে তার ব্যয় হয়েছে ১২ লাখ টাকার বেশি। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হুনান প্রদেশের প্রাণীপ্রেমী এক তরুণী প্রিয় কুকুর ডুডুর ১০তম জন্মদিন পালনের জন্য এক লাখ ইউয়ান ব্যয় করে ৫২০টি ড্রোন ভাড়া করেন। ওই ড্রোনগুলো স্থানীয় একটি নদীর ওপর রাতের আকাশে লাইটশোর মাধ্যমে ফুটিয়ে তোলে ‘শুভ দশম জন্মদিন ডুডু’ লেখা। এছাড়া লাইট শোর মাধ্যমে আকাশে ফুটিয়ে তোলা হয় জন্মদিনের কেক এবং উপহারের বক্স।
অবশ্য ৫২০টি ড্রোন ভাড়া করার আরেকটি কারণ আছে। ম্যান্ডারিন উচ্চারণে ৫২০ সংখ্যাটি ইংরেজি ‘আই লাভ ইউ’ এর মতো। এ কারণেই ৫২০টি ড্রোন ভাড়া করেছেন তিনি। সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন