শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

৭ মাসের মধ্যে ভারতে সর্বোচ্চ সংক্রমণ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২২, ২:১১ পিএম

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শুক্রবার (৭ জানুয়ারি) দেশটিতে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে লাখের ঘর। যা গত ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যুর সংখ্যা কমলেও তা এখনও তিনশোর ওপরেই রয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ১০০ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ২৬ হাজার।

শুক্রবার ভারতে দৈনিক সংক্রমণ বেড়েছে ২৮ দশমিক ৮ শতাংশ। একইসঙ্গে সাত মাস পর করোনায় দৈনিক শনাক্ত এক লাখের গন্ডি পার করলো দেশটি। তবে ভারতে সংক্রমণ বাড়লেও সুস্থতার হার বেশ আশাব্যাঞ্জক, ৯৭ দশমিক ৫ শতাংশ।

এর আগে গত বছরের জুন মাসে দৈনিক এক লাখ সংক্রমণের গন্ডি পার করেছিল ভারত। সর্বশেষ এই সংখ্যাসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫২ লাখ ২৬ হাজার ৩৮৬ জনে।

এদিকে ভারতে দৈনিক সংক্রমণে সবচেয়ে এগিয়ে থাকা পাঁচটি রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে গত একদিনে ৩৬ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তঘেষা পশ্চিমবঙ্গ রাজ্য। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৫ হাজার। পশ্চিমবঙ্গের পরে সংক্রমণের বিচারে তালিকায় তৃতীয় স্থানে থাকা দিল্লিতে ১৫ হাজার, তামিলনাড়ুতে ৭ হাজার এবং কর্ণাটকে ৫ হাজার রোগী শনাক্ত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন