শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রুশ রণতরীর ভূমধ্যসাগরে প্রবেশ

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডুলিটল অভিযানের মতো সিরিয়ায় একটি ঝটিকা অভিযান চালাতে পারে রাশিয়া
ইনকিলাব ডেস্ক : সিরিয়া যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে সহযোগিতা করতে সোভিয়েত আমলের বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেৎজভের নেতৃত্বে রুশ নৌবহর ভূমধ্যসাগরে প্রবেশ করেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। স্থানীয় সময় গত বুধবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমে ফক্সনিউজ। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সাতটি জাহাজের এই নৌবহর পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান নিয়ে সিরিয়ায় হামলা চালাবে। এর মাধ্যমে বার্তা দেয়া হবে যে সিরিয়ায় যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বোমা হামলা সত্ত্বেও রাশিয়া খুব কম সময়ের মধ্যে সিরিয়া অভিযানে সফল হবে। রাশিয়ার এই নৌবহরকে সহযোগিতা করতে শিগগির একটি সাবমেরিনসহ আরও যুদ্ধজাহাজ যোগ দিতে পারে বলে জানা গেছে।
চলতি মাসের শুরুতে পোল্যান্ড এবং লিথুনিয়া সীমান্ত সংলগ্ন বাল্টিকসাগরের কালিনিনগ্রাদে পরমাণুবাহী ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে জার্মানির রাজধানী বার্লিনের দূরত্বে হামলা চালানো সম্ভব। এছাড়া রাশিয়া কিউবায়ও নৌবহর পাঠিয়েছে। এরইমধ্যে রুশ ফ্রিগেট এবং ট্যাঙ্কার হাভানায় পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে। রণতরী অ্যাডমিরাল কুজনেৎজভে কয়েকডজন যুদ্ধবিমান এবং সামরিক হেলিকপ্টার রয়েছে। কয়েক দশকের পুরনো এই রণতরীটিতে কয়েক বছর ধরেই গুরুতর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে। ২০০৯ সালে শর্টসার্কিট থেকে ছড়িয়ে পড়া আগুনে এর একজন নাবিক নিহত হন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা মনে করছেন, এই রণতরীর বিমানগুলো থেকে রাশিয়া কোনো হামলা চালাবে না। তবে জাপানের রাজধানী টোকিওতে চালানো ডুলিটল হামলার মতো সিরিয়ায়ও ওই রকম কোনও অভিযানের পরিকল্পনা রাশিয়া রয়েছে বলে সন্দেহ করছেন তারা। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন বিমান ও নৌ ঘাঁটিতে আক্রমণ করে জাপান। এর কয়েক মাস পরে ১৯৪২ সালের ১৮ এপ্রিল লেফটেন্যান্ট কর্নেল জেমস ডুলিটলের নেতৃত্বে মার্কিন নৌবাহিনী টোকিওতে হামলা চালায়। এ হামলার পরপরই চীন এবং আশেপাশের সাগরে দ্রুত সরে আসে। ফক্সনিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
বাদশা ২৯ অক্টোবর, ২০১৬, ১২:৫৫ পিএম says : 0
ইনকিলাবের অধিকাংশ খবরই পুরানো। অন্য পাঠকরা আমার সংগে একমত কি?
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন