সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

হংকংয়ে ১৩ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

এক চীনা কূটনীতিকের জন্মদিনের পার্টিতে অংশ নিয়ে বেকায়দায় পড়েছেন হংকংয়ের ১৩ সরকারি কর্মকর্তা। ওই পার্টিতে অংশ নেওয়া ১৭০ জন অতিথির মধ্যে দুইজন কোভিড-১৯ ‘পজিটিভি’। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মহামারীতে বিধিনিষেধ থাকার পরও কেন পার্টিতে অংশ নিয়েছেন তা নিয়ে ক্ষুব্ধ হংকংয়ের প্রধাননির্বাহী ক্যারি লাম ওই ১৩ জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। জন্মদিনের পার্টিতে অংশ নেওয়া অতিথিদের মধ্যে হংকংয়ের নতুন আইনসভার ১৯ সদস্যও ছিলেন। পার্টিতে অংশ নেওয়া সবাইকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যদিও দুই অতিথি ছাড়া বাকিরা পরীক্ষায় এখন পর্যন্ত কোভিড-১৯ ‘নেগেটিভ’। সারা বিশ্বের মত হংকংয়েও করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। শুক্রবার এক বিবৃতিতে লাম জানান, ওই ১৩ জ্যেষ্ঠ কর্মকর্তা জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিয়ে শৃঙ্খলা লঙ্ঘন করেছেন কিনা তা খতিয়ে দেখতে তিনি ‘বিস্তারিত তদন্তের’ নির্দেশ দিয়েছেন। লাম বলেন, ‘‘আমি সব কর্মকর্তাকে কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়েছি। কিন্তু তাদের দায়িত্ব থেকে ছুটি দেওয়া হয়নি বরং কোয়ারেন্টিনের জন্য নিজেদের পাওনা ছুটি থেকে তাদের ছুটি নিতে হবে।” রয়টার্স জানায়, হংকংয়ে চীন সরকারের নগর প্রতিনিধি উইটম্যান হাং এর ৫৩তম জন্মদিন ছিল গত সোমবার। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন