শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

৫১ মার্কিনির ওপর ইরানের নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। ২০২০ সালে ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনায় এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত বছর ইরান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে একই রকম নিষেধাজ্ঞা জারি করেছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জেনারেল কাসেম সোলাইমানি এবং তার সঙ্গীদের হত্যায় যুক্তরাষ্ট্র সরকারের হয়ে সন্ত্রাসী অপরাধে যুক্ত থাকার দায়ে ৫১ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ এবং মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকায় ৫১ জন আমেরিকানকে চিহ্নিত করা হয়েছে। ইরানে এদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। নিষেধাজ্ঞার সিদ্ধান্ত মূলত আলঙ্কারিক। ইরানের নিষেধাজ্ঞাপ্রাপ্ত ৫১ জনের তালিকায় যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল মার্ক মিল্লি এবং হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রিন রয়েছেন। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাক সফরকালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ওই ড্রোন হামলা চালানো হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফেরত যেতে অস্ট্রিয়ায় দুই দেশের প্রতিনিধিদের আলোচনা চলমান রয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন