রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আজ থেকে ভারতের ত্রিপুরায় নৈশ কারফিউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১১:০৩ এএম

ভারতের ত্রিপুরায় ১০ জানুয়ারি থেকে নৈশ কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়েছে। রবিবার ত্রিপুরার রাজ্য সরকারের তরফে এ ঘোষণা দেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এএনআই।

কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার রোধ করার লক্ষ্যে আগামী ১০ থেকে ২০ জানুয়ারি রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যে নৈশ কারফিউ জারি করা হয়েছে।
রাজ্য সরকার জানিয়েছে, সিনেমা হল, স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়াম, বিনোদন পার্ক ও বারগুলো খোলা রাখার অনুমতি দেওয়া হবে। তবে সেক্ষেত্রে ধারণক্ষমতার ৫০ শতাংশ মানুষকে সেবা দিতে পারবে এসব প্রতিষ্ঠান। জিম ও সুইমিং পুলগুলো তাদের ধারণক্ষমতার এক-তৃতীয়াংশ মানুষকে সেবা দিতে পারবে।
আদেশে বলা হয়েছে, দোকানপাট এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান সকাল ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করতে পারবে।
বিয়ের অনুষ্ঠানে কোভিড প্রটোকলসহ সর্বোচ্চ ১০০ জনকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে মোট ২০ জনকে অংশগ্রহণের অনুমতি পাবেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন