শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

গুজরাটে আতশবাজির দোকানে অগ্নিকান্ডে নিহত ৮

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের গুজরাট প্রদেশের ভাদোদারা জেলার ভাঘোদিয়া তেহসিলে আতশবাজির দোকানে অগ্নিকা-ে অন্তত ৮ জন নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। গুজরাটের পুলিশ কর্মকর্তারা বলেছেন, ভাদোদারা জেলার রুস্তমপুরা গ্রামের একটি আতশবাজির দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। পরে ওই দোকানের আশপাশের দোকান ও বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত কয়েকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে প্রাথমিকভাবে অগ্নিকা-ের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি কর্মকর্তারা। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন