শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

টিগ্রেতে আটাকলে ড্রোন হামলায় নিহত ১৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ইথিওপিয়ার টিগ্রেতে একটি আটাকলে ড্রোন হামলা। মৃত ১৭, আহত বহু। এই ড্রোন হামলায় যারা মারা গেছেন তাদের অধিকাংশই নারী। স্থানীয় এক ত্রাণ কর্মী সংবাদসংস্থাকে বলেছেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ড্রোন থেকে কয়েকটি বোমা ফেলা হয়। তারপরই প্রচণ্ড আওয়াজ, চিৎকার, হুড়োহুড়ি। মানুষ দিশেহারা হয়ে ছোটাছুটি করতে থাকেন। গত শুক্রবারই একটি ত্রাণশিবিরে ড্রোন হামলা হয়েছিল, সেখানে ৫৯ জন মারা যান। আহত হন ১৪০ জন। তারপরই আটা কলে ড্রোন হামলা হলো। জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, তারা এই ঘটনা সম্পর্কে কিছুই জানাতে পারবেন না। কারণ, ওই এলাকা পুরোপুরি বন্ধ করে রাখা হয়েছে। টেলিযোগাযোগ ব্যবস্থাও বন্ধ রাখা হয়েছে। আদ্দিস আবাবায় ইথিওপিয়া সরকারের প্রতিনিধিরা জানিয়েছেন, তাদের কাছে এই ধরনের কোনো খবর নেই। প্রধানমন্ত্রী আবি আহমেদের টিগ্রে আঞ্চলিক সরকারের সঙ্গে ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের গৃহযুদ্ধ চলছে। প্রচণ্ডক্ষুধা এবং যুদ্ধাপরাধের হুমকিতে দিন কাটাচ্ছেন সে এলাকার মানুষ। স্বঘোষিত টিগ্রে ডিফেন্স ফোর্সেস- টিডিএফ টিগ্রের আঞ্চলিক রাজধানী মেকেলে পুনরায় দখল করার পর লাখ লাখ মানুষ এখন পলাতক। এএফপি, এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন