শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

খাবার চোরকে গরম খিচুড়ি দিলো পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

এক চোর চুরি করার মাঝে বিরতি নিয়েছিলেন। আর সেই বিরতিতে তিনি খিচুড়ি রান্না করেন। কিন্তু খিচুড়ি রান্নার কারণেই তিনি পুলিশের হাতে ধরা পড়েন। ঘটনা ভারতের আসাম প্রদেশের। দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, মালিক না থাকায় গুয়াহাটির হেঙ্গরাবাড়ি এলাকার একটি বাড়িতে হানা দিয়েছিলেন চোর। কিন্তু চুরির মাঝপথে ওই ব্যক্তি ফাঁকা বাড়িতে খিচুড়ি রান্না শুরু করেন। রান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে চোরের উপস্থিতি টের পেয়ে যান। পরে তারা চোরকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনা টুইটারে বেশ হাস্যরসাত্মকভাবে তুলে ধরেছে আসাম পুলিশ। টুইটে ওই চোরকে গুয়াহাটি পুলিশ গ্রেফতার করেছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার খিচুরির পাতিলের ছবিসহ টুইট বার্তায় আসাম পুলিশ বলেছে, খাবার চোরের অদ্ভুত ঘটনা! স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে, চুরির চেষ্টার সময় খিচুড়ি রান্না করা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। চোরকে গ্রেফতার করা হয়েছে এবং গুয়াহাটি পুলিশ তাকে কিছু গরম খিচুড়ি পরিবেশন করছে।
এনডিটিভি, দ্য হিন্দু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন