শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনায় আক্রান্ত সুইডেনের প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ১০:১৭ এএম

সুইডেনের সোশ্যাল ডেমোক্রেটিক প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার তার মুখপাত্র বিষয়টি জানিয়েছেন। পলিটিকো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অ্যান্ডারসনের প্রেস সচিব সুইডেনের একটি বার্তা সংস্থাকে বলেছেন, করোনা পরীক্ষায় প্রধানমন্ত্রী আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মাগডালেনা অ্যান্ডারসন চলমান বিধিনিষেধ মেনে চলবেন। বাসা থেকে তিনি কাজ চালিয়ে যাবেন।
অ্যান্ডারসন জানিয়েছেন, করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হলেও তার শারীরিক অবস্থা ভালো। অ্যান্ডারসন সুস্থ বোধ করার কথা জানিয়েছেন।
চলতি সপ্তাহে সুইডেনে ব্যাপকহারে ওমিক্রন ছড়িয়ে পড়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকহারে আলোচনায় আসেন অ্যান্ডারসন। সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দিনই তিনি পদত্যাগ করেছিলেন। অবশ্য একদিনের ব্যবধানে তিনি নির্বাচিত হয়ে আবারো ক্ষমতা গ্রহণ করেন। সূত্র: পলিটিকো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন