গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চিয়াংসু প্রদেশের উসি শহরে সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বদর আল-বুসাইদির সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন।
বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও ওমান সকল উন্নয়নশীল দেশ ও বাজারে অভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীণ হচ্ছে। তাই দুপক্ষের উচিত্ পারস্পরিক কল্যানের সহযোগীতা জোরদার করা এবং কৌশলগত অংশীদারি সম্পর্ককে এনিয়ে নেয়া।
তিনি বলেন, ওমানের ‘২০৪০ ভিশন’ পরিকল্পনা এবং অর্থনীতির বৈচিত্রতা বাস্তবায়নে এবং দেশটির গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্মাণে অংশ নিতে চায় চীন।
ওমানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, একচীন নীতিতে অবিচল থাকবে তার দেশ। ক্রীড়ার রাজনীতিকরণ বিরোধিতা এবং বেইজিং অলিম্পক গেমসকে সমর্থন করে ওমান। চীন ও উপসাগরীয় দেশসমূহের অবাধ বাণিজ্য চুক্তি সমর্থন করে ওমান। সূত্র: সিআরআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন