ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই পাওয়া গেল একটি চমকপ্রদ খবর। এবারের নির্বাচনে ব্যালট পেপারে যুক্ত হয়েছে বাংলা ভাষা। ইংরেজি এবং অন্য ভাষার পাশাপাশি বাংলাও থাকবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টসহ প্রার্থীদের ব্যালটে। নিউইয়র্ক বোর্ড অব ইলেকশনের কর্মকর্তা খোরশেদ চৌধুরী এ তথ্য জানান। বাংলাভাষী অধ্যুষিত এলাকার মধ্যে রয়েছে নিউইয়র্ক সিটির কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কস, নিউজার্সি রাজ্যের প্যাটারসন ও আটলান্টিক সিটি; ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, হ্যামট্রমিক, ডেট্রয়েট, পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া ও আপার ডারবি। বাঙালি দোভাষীও থাকবেন কোনো কোনো কেন্দ্রে। প্রতিটি কেন্দ্রের বাইরে থাকবে বাংলায় লেখা দিকনির্দেশনা। খোরশেদ চৌধুরী জানান, এবারের নির্বাচনের গুরুত্ব নানা কারণে বেশি, তাই সব সম্প্রদায়ের মানুষকে ভোট কেন্দ্রে আনার চেষ্টা চলছে। ৮ নভেম্বর সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে স্কুল-কলেজে। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ছাড়াও ৪৩৫ কংগ্রেসম্যান এবং ৩৩ জন ইউএস সিনেটরের নির্বাচন একই ব্যালটে হবে। বেফাঁস মন্তব্যের কারণে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দলের মধ্যে ইতিমধ্যে ব্যাপক চাপে পড়েছেন। শুধু তাই নয়, এমন খামখেয়ালি মন্তব্য ভোটারদের মনেও প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে। ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন