শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ঘানায় বিধ্বংসী বিস্ফোরণ, মৃত ১৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

একটি বিস্ফোরক ভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের বিস্ফোরণ ঘটে ১৭ জনের প্রাণহানি হয়েছে। রাজধানী আকরা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে এই বিস্ফোরণ ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তেজ এতটাই বেশি ছিল যে, আশপাশের বেশ কিছু বাড়ি ভেঙে পড়ে। রাস্তায় ছড়িয়ে পড়ে অসংখ্য মৃতদেহ। রক্তে ভেসে গেছে রাস্তা।
ঘানার তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোজো ওপং জানিয়েছেন, ‘১৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে।’ ঠিক কীভাবে বিস্ফোরণ হলো? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর জানা গেছে, একটি বিস্ফোরক বোঝাই ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এর ফলে বিস্ফোরক বোঝাই ট্রাকটিতে আগুন লেগে যায় এবং বিশাল বিস্ফোরণ হয়।
বিস্ফোরকবোঝাই ট্রাকটি ঘটনাস্থল থেকে ১৩০ কিলোমিটার দূরে একটি সোনার খনিতে যাচ্ছিল বলে জানা গেছে। ওই সোনার খনির মালিকরা ট্রাকটি তাদের বলে জানিয়েছেন। শুক্রবার ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো আডো টুইট করে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। মৃতদের পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করেছেন তিনি। পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় চার্চএবং স্কুলগুলি খুলে দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে বাকি আহতদের সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা করা যায়। গৃহহীনদের সাময়িকভাবে থাকার ব্যবস্থা করে দেয়া যায়। সূত্র : রয়টার্স, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন