শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ইসলামিক আর্টস অর্গানাইজেশনের নতুন কমিটি গঠন

বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

ইসলাামিক আর্টস অর্গানাইজেশন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা-সভাপতি বিশিষ্ট ইতিহাসবিদ ও শিল্পকলা বিশেষজ্ঞ ড. সৈয়দ মাহমুদুল হাসান ২০১৮ সালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পূর্বেই সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক রাশেদা ওয়ায়েজও মৃত্যুবরণ করেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের অবর্তমানে সংগঠনটির কার্যক্রম স্থগিত হয়ে যায়। সংগঠনটি পুনরায় চালু করার লক্ষ্যে এর জীবন-সদস্য রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নানের আহ্বানে গত ১৮/০১/২০২২ এই সংগঠনের একটি অনলাইন সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিষয়ে আলোচনার পর সর্বসম্মতভাবে দুই বছরের জন্য সাত সদস্য বিশিষ্ট এডহক এক্সিউটিভ কমিটি গঠন করা হয়: নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. নাজমা খান মজলিস, সহ-সভাপতি রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান, সাধারণ সম্পাদক প্রত্নতত্ত্ববিদ ও গবেষক ড. খোন্দকার আলমগীর, কোষাধ্যক্ষ ব্যাংকার তৌফিক আহমদ। এছাড়াও সদস্য হিসেবে আছেন, অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক ড. সাজেদা ইউসুফ ও ক্যালিগ্রফার মোহাম্মদ আব্দুর রহিম।-বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন