ঘানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে। খনির শহর বোগোসোর কাছে একটি বিস্ফোরকবাহী ট্রাকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির সরকারের বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ।
জানা গেছে, বিস্ফোরণে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে লাশ পড়ে থাকতে দেখা গেছে। হতাহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ এ পর্যন্ত ১৭টি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে। ঘানার পুলিশ বলছে, বিস্ফোরক বোঝাই ট্রাকটি চিরানো স্বর্ণখনিতে যাচ্ছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে আপিয়াতে এলাকায় ট্রাকটির নিচে একটি মোটরসাইকেল চাপা পড়ে। এতে ট্রাকটি বিস্ফোরিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন