শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পুলিশের ভয়ে মুখে কলাপাতার মাস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও ঘরের বাইরে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারপরও মাস্ক ব্যবহারে অনীহা রয়েছে অনেকের।মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। মাস্কছাড়া কাউকে পেলে পুলিশের শাস্তির মুখোমুখি হতে হচ্ছে অনেককে।তাই পুলিশের শাস্তি এড়াতে অদ্ভূত এক কাণ্ড করেছেন মাস্কবিহীন এক ব্যক্তি। মুখে মাস্ক না থাকায় পুলিশের ভয়ে ওই ব্যক্তি কলাপাতা দিয়ে মাস্ক বানিয়ে মুখ ঢাকেন। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় জীবনতলা থানার মেহেরগড় এলাকায়। ওই এলাকার বাসিন্দা শেখ নাসিম পুলিশের শাস্তির ভয়ে এই কাণ্ড ঘটান। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বৃহস্পতিবার সকালে সাইকেল নিয়ে বের হয়েছিলেন নাসিম। বাজারে পৌঁছে তিনি দেখেন মাস্কবিহীন লোক পেলেই ধরপাকড় করছে পুলিশ। ওসি নিজেও রাস্তায় রয়েছেন । এ অবস্থায় পুলিশের হাত থেকে বাঁচতে দ্রুত কলাপাতা ছিড়ে মুখ ঢাকেন তিনি। তার মুখে ‘কলাপাতার মাস্ক’ দেখে রীতিমতো তাজ্জব বনে যান আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এবি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন