ইনকিলাব ডেস্ক : ন্যাশনাল জিওগ্রাফির প্রচ্ছদে ছবি প্রকাশের পর রাতারাতি জগৎজুড়ে খ্যাতি পাওয়া সবুজ চোখের সেই আফগান মেয়েটিকে অবশেষে জেল থেকে ছাড়াবার একটা ব্যবস্থা হয়েছে। নকল কাগজপত্র নিয়ে পাকিস্তানে বসবাসের দায়ে তাকে ক’দিন আগে কারাগারে পাঠানো হয়েছিল। শরণার্থী শিশু হিসেবে প্রচ্ছদে ছাপা শারবত গুলা’র সেই সবুজ শিকারি চোখ মানুষকে যেন তাড়া করে বেরিয়েছে বহুদিন। কিন্তু সময়ের পরিক্রমায় শরবত গুল নিজেই আজ তাড়া খেয়ে ছুটছেন। তার মাতৃভূমি আফগানিস্তানের যুদ্ধ থেকে পালিয়ে বাঁচতে নকল কাগজ-পত্র সংগ্রহ করে পাকিস্তানে তিনি বসবাস করছিলেন। কিন্তু জাল কাগজপত্র ধরা পড়ে যাওয়ায় শরবত গুলকে গ্রেফতার করে পুলিশ। তার সেই গ্রেফতার হওয়ার খবর রটে যায় বিশ্ব-মিডিয়ায়। এএফপি, বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন