শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানের সুপ্রিমকোর্টে প্রথম নারী বিচারপতির শপথ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

পাকিস্তানের সুপ্রিমকোর্টের প্রথম নারী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন আয়েশা মালিক। সোমবার রাজধানী ইসলামাবাদের সুপ্রিমকোর্ট ভবনে শপথ গ্রহণ করেন তিনি। পাকিস্তানি সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি গুলজার আহমেদ এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে তিনি বলেন, আয়েশা মালিক কারো দয়ায় সুপ্রিমকোর্টের বিচারপতির দায়িত্ব পাননি। প্রধান বিচারপতি বলেন, ‘নিজের মেধাগত যোগ্যতাতেই বিচারপতি আয়েশা এই পদে নিযুক্ত হয়েছেন।’ এর আগে গত বৃহস্পতিবার পাকিস্তানে সুপ্রিমকোর্টে ও হাইকোর্টে বিচারপতিদের নিয়োগ দেয়া পাঁচ সদস্যের জুডিশিয়াল কমিশন অব পাকিস্তানের (জেসিপি) বৈঠকে সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবে আয়েশা মালিককে মনোনীত করা হয়। প্রধান বিচারপতির নেতৃত্বে জেসিপির বৈঠকে চার-এক ভোটে আয়েশা মালিককে মনোনীত করা হয়। এর আগে গত বছরের ১৭ আগস্ট সুপ্রিমকোর্টের বিচারপতি মুশির আলমের অবসরের পর নতুন বিচারপতি নিয়োগে আয়েশা মালিকের নাম প্রস্তাব করেন লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি। যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম উত্তীর্ণ হওয়ার পর ১৯৯৭ সাল থেকে পাকিস্তানে আইনী পেশা শুরু করেন আয়েশা মালিক। ২০১২ সালে লাহোর হাইকোর্টে বিচারপতি নিযুক্ত হন তিনি। গত বছর জুনে এক মামলায় যৌন নিপীড়নে ভুক্তভোগীর কুমারিত্ব পরীক্ষাকে ‘অবৈধ ও পাকিস্তানের সংবিধান বিরোধী’ হিসেবে ঐতিহাসিক রায় দেন আয়েশা মালিক। জিও টিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন