বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভারতের কানপুরে ইলেকট্রিক বাসের ধাক্কায় ৬ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১০:৫৮ এএম

দক্ষিণ এশিয়ার দেশ ভারতের কানপুরে একটি ইলেকট্রিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীসহ দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই ছয়জনের প্রাণহানি ঘটে। ভয়াবহ ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

ভারতীয় মিডিয়া এনডিটিভি জানিয়েছে, সোমবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সকালে ঘটা দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান।
পূর্ব কানপুর পুলিশের উপ কমিশনার প্রমোদ কুমার জানিয়েছেন, ঘটনাটির তদন্তকাজ এরই মধ্যে শুরু হয়েছে। বাসচালককেও আটকের চেষ্টা চলছে।
এ দিকে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
টুইট বার্তার মাধ্যমে তিনি বলেছেন, কানপুরের সড়ক দুর্ঘটনার খবর জেনে আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সূত্র : এনডিটিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন