রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফজরের নামাজে সিজদারত অবস্থাতেই মুসল্লির মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। জর্ডানের রাজধানী আম্মানের একটি মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন বয়স্ক ওই মুসল্লি। মৃত ওই মুসল্লির নাম তারিক আল রাশক। তিনি পেশায় একজন আইনজীবী। বয়স্ক এ মুসল্লি জর্ডানের রাজধানী আম্মানের আল হাজ আওয়াদ আল নুয়াইমাত মসজিদে ফজরের নামাজ পড়ছিলেন। সিজদারত অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, নামাজ পড়া অবস্থায় মুসল্লির মৃত্যুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে ভাইরাল হয়েছে। সেখানে তারিক আল রাশকের জীবনের শেষ মুহূর্তের ছবি উঠে এসেছে। মসজিদের সিসিটিভি ফুটেজের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বৃদ্ধ ওই মুসল্লি মসজিদে একাকী দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। পরে সিজদারত অবস্থায় মারা যান তিনি। তারিক আল রাশকের মৃত্যুর এই ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য বহু মানুষ দোয়া করেছেন। অনেকেই এই মুসল্লির রুহের মাগফিরাত এবং জান্নাতে স্থান দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। সূত্র : গালফ নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন