শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউরোপীয় তেল স্থাপনায় সাইবার হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ইউরোপজুড়ে একাধিক তেল পরিবহন ও সংরক্ষণ কোম্পানি সাইবার হামলা মোকাবিলা করছে। জার্মানির ওয়েলট্যাংকিং, বেলজিয়ামের এসইএ-ইনভেস্ট ও নেদারল্যান্ডসের এভস এমন হামলার মুখে পড়েছে। সব মিলিয়ে প্রায় এক ডজন তেল সংরক্ষণাগার ও পরিবহন টার্মিনাল আক্রান্ত হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এটিকে এখনই সমন্বিত হামলা বলা থেকে বিরত থাকতে। জার্মানি, বেলজিয়াম ও নেদ্যারল্যান্ডসের তিনটি কোম্পানির আইটি ব্যবস্থা ডাউন বা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। বেলজিয়ামের প্রসিকিউটর জানায়, তারা সিইএ-ইনভেস্ট টার্মিনালে সাইবার হামলার ঘটনা তদন্ত করছে। কোম্পানিটির এক নারী মুখপাত্র জানান, ইউরোপ ও আফ্রিকায় তাদের পরিচালিত সবগুলো বন্দর রবিবার সাইবার হামলার শিকার হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, তারা আইটি ব্যবস্থার ব্যাক-আপ পেতে কাজ করছে তবে তেল পরিবহন সক্রিয় রয়েছে। নারী মুখপাত্র জানান, অপর কোম্পানিগুলো সাইবার হামলা শিকার হওয়ার বিষয়ে অবগত তারা। কিন্তু তদন্তে এখন পর্যন্ত কোনও যোগসূত্র পাওয়া যায়নি। নেদারল্যান্ডসের এভোস কোম্পানির এক মুখপাত্রও তাদের তিনটি স্থাপনায় আইটি সেবা বাধাগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছেন। সূত্র : বিবিসি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন