ইরানের বিরুদ্ধে দেয়া নিষেধাজ্ঞা শিথিল (ওয়েভার) করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ ও টেকনিক্যাল আলোচনার অগ্রগতিতে এই শিথিলতা প্রয়োজন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। ২০২০ সালের মে মাসে ইরানকে পারমাণবিক কর্মসূচিতে দেয়া শিথিলতা বাতিল করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। তা এখন শিথিল করার ফলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে পারমাণবিক অস্ত্র বিষয়ক কর্মসূচি নয়, এমন কাজ করতে পারবে রাশিয়া, চীন ও ইউরোপিয়ান কোম্পানিগুলো। এ খবর দিয়ে অনলাইন আল-জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, পারমাণবিক কর্মসূচিতে সমঝোতামূলক টেকনিক্যাল আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিষেধাজ্ঞা শিথিল করা। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন