শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ব্রিটিশ ভূমিতে জঙ্গি হামলার আশঙ্কা গোয়েন্দা প্রধানের

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের পরিচালক অ্যান্ড্রু পার্কার ব্রিটিশ ভূমিতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন ২০১৩ সালের জুনের পর থেকে ব্রিটেনে মোট ১২টি হামলার জঙ্গি হামলার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ব্রিটেনের কর্মকর্তারা জানান, জঙ্গিদের হামলার বেশিরভাগ পরিকল্পনার পূর্বাভাস গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া গিয়েছে এবং সেসব ঠেকানোও গেছে। যদিও সবকয়টি ক্ষেত্রে তা সম্ভব হয়নি। গোয়েন্দা সংস্থার মতে, ব্রিটেনের ওপর হামলা হওয়ার আশঙ্কা গুরুতর পর্যায়ে চলে গেছে। এমআই ফাইভের পরিচালক অ্যান্ড্রু পার্কার বলেন, এই সময়ে সবচেয়ে বড় হুমকি হচ্ছে সন্ত্রাসবাদ ও আইএস। এমআই ফাইভ, জিসিএইচকিউ এবং পুলিশ যৌথ প্রচেষ্টায় অনেক হামলাই ঠেকিয়ে দিতে পেরেছে, যদিও সব নয়। কিন্তু আইএস এখনও অনেক বড় চ্যালেঞ্জ। তিনি আরও জানান, জঙ্গি হামলা ঠেকাতে লন্ডনসহ অন্যান্য ব্রিটিশ নগরীতে অস্ত্র আইন জোরদার করা হচ্ছে। কেননা, অস্ত্রের সহজলভ্যতা রাস্তার বখাটেদেরও জঙ্গি করে তুলতে পারে। অ্যান্ড্রু পার্কার মনে করেন, ২০১৩ সালে এডওয়ার্ড স্নোডেন যে সকল তথ্য ফাঁস করেছেন তাতে শত্রুরাই উপকৃত হয়েছে। তিনি বলেন, এমন নয় যে আমাদের নিরাপত্তার খাতিরেই নিরাপত্তা প্রয়োজন। উল্লেখ্য, এমআই ফাইভের ১০৭ বছরের ইতিহাসে এখন পর্যন্ত মোট ১৭ জন মহাপরিচালক দায়িত্ব পালন করেছেন। কিন্তু ১৯৯৩ সালের আগে পর্যন্ত রাষ্ট্রীয়ভাবেই তাদের পরিচয় গোপন রাখা হতো। জনপরিসরে কোন বিষয় নিয়ে মন্তব্যও করতেন না তারা। তবে সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন অ্যান্ড্রু পার্কার। সেই সাক্ষাৎকারেই তিনি এই আশঙ্কা প্রকাশ করেছেন। এক্সপ্রেস, গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন