মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চ্যালেঞ্জ সত্ত্বেও ভিয়েনা আলোচনা সঠিক পথে রয়েছে : আইএইএ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠানরত ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যকার আলোচনা সঠিক পথে রয়েছে। সউদী মালিকানাধীন আল-আরাবিয়া নিউজ চ্যানেলকে শনিবার দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। গ্রোসি বলেন, ভিয়েনা আলোচনায় কী ধরনের ফলাফল আসবে তা আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। তিনি আরো বলেন, ইরান এবং পাঁচ জাতির মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো বেশ জটিল, তবে অসম্ভব নয়। আইএইএ প্রধান জোর দিয়ে বলেন, এখনো পর্যন্ত দুই পক্ষের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি তবে তারা কেউই চুক্তির ব্যাপারে আশা ছাড়েননি। তিনি জানান, বর্তমানে অনেকগুলো জটিলতা আছে তবে আলোচনা অব্যাহত রয়েছে এবং সমস্যাগুলো একের পর এক সমাধানের জন্য দুই পক্ষকে অবশ্যই কাজ করতে হবে। আল-আরাবিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন