রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মাদাগাস্কারে ঝড়ের তাণ্ডবে নিহত ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

দ্বীপদেশ মাদাগাস্কারে মাত্র দুই সপ্তাহের মধ্যে আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অন্তত ১০ জন নিহত হয়েছে। ঘূর্ণিঝড়ে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে বহু ভবন ধসে পড়েছে, অনেক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এবং এর প্রভাবে হওয়া ভারি বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে বলে রোববার কর্মকর্তারা জানিয়েছেন। এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্ব উপকূলের নোসি ভারিকা শহরের প্রায় ৯৫ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। “যেন এইমাত্র আমাদের এখানে বোমাবর্ষণ করা হয়েছে,” মন্তব্য করেছেন তিনি। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে ঘূর্ণিঝড় বাতসিরাই ঘণ্টায় ১৬৫ কিলোমিটার বাতাগের বেগ ও প্রবল বৃষ্টি নিয়ে মাদাগাস্কারের পূর্ব উপকূলে আছড়ে পড়ে। এর প্রভাবে প্রায় দেড় লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হতে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে। দুই সপ্তাহ আগে প্রায় তিন কোটি জনসংখ্যার দ্বীপটিতে আঘাত হানা ঘূর্ণিঝড় আনার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বাতসিরাই সেই ক্ষয়ক্ষতিকে আরও বাড়িয়ে তুলেছে। আনার তাণ্ডবে ৫৫ জন নিহত ও এক লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। রোববার রাতে মাদাগাস্কারের ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এক বুলেটিনে ১০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত রেডিও জানিয়েছে, রাজধানী আন্তানানারিভো থেকে প্রায় ৪৬০ কিলোমিটার দক্ষিণে আমবালাভাও শহরে বাড়ি ধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আন্তানানারিভো থেকে ৪২০ কিলোমিটার দক্ষিণে ফিয়ানারান্তসোয়া শহরের বাসিন্দা নিরিনা রাহাইনগোসোয়া টেলিফোনে রয়টার্সকে বলেছেন, “আমরা শুধু ধ্বংস দেখছি: উপড়ে পড়া গাছ, পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটি, ঝড়ে উড়ে যাওয়া ছাদ, শহরটি পানিতে পুরো ডুবে আছে।” তিনি জানান, রোববার সকাল পর্যন্ত ঝড় বয়ে গেছে, বৈদ্যুতিক খুটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। মাদাগাস্কার সিনেটের ভাইস প্রেসিডেন্টের প্রযুক্তি উপদেষ্টা উয়িলি রাহারিজাওনা জানিয়েছেন, বন্যার কারণে দক্ষিণপূর্বাঞ্চলের কিছু অংশ আশপাশের এলাকাগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন