শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীন বিনিয়োগ করবে আর্জেন্টিনায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

আর্জেন্টিনার কৃষিপণ্য এবং রাস্তাঘাটে ব্যাপক বিনিয়োগ করবে চীন। দুই দেশের প্রেসিডেন্টের বৈঠকে এই সিদ্ধান্ত। আর্জেন্টিনার অর্থনীতি ব্যাপকভাবে আমেরিকা এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) উপর নির্ভরশীল। আর্জেন্টিনা সেই নির্ভরতা কমাতে চায়। এবং সে কারণেই চীনের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি হওয়া প্রয়োজন। বেইজিংয়ে গিয়ে জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট অ্যালবার্তো ফার্নান্ডেজ। বেজিংয়ে উইন্টার অলিম্পিক উপলক্ষে গেছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। সেখানেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার কথা হয়। দীর্ঘ আলোচনায় ঠিক হয়েছে, আর্জেন্টিনার কৃষিপণ্য বাজারে ব্যাপক লগ্নি করবে চীন। বীজ থেকে উৎপাদন, সবক্ষেত্রেই চীন আর্জেন্টিনাকে সাহায্য করবে। শুধু তা-ই নয়, রাস্তাঘাটেও বিনিয়োগ করবে চীন। গোটা বিশ্ব জুড়েই বেল্ট অ্যান্ড রোড প্রকল্প চালাচ্ছে চীন। বড় বড় রাস্তা, বন্দর তৈরি করছে বিভিন্ন দেশে। এবার আর্জেন্টিনাতেও সে কাজ করবে তারা। সব মিলিয়ে আর্জেন্টিনায় ২৩ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার খরচ করবে তারা। চীনের এখন সবচেয়ে বেশি বাণিজ্য করে ব্রাজিলে। আর্জেন্টিনা দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যবন্ধু হয়ে উঠবে বলে জানিয়েছেন শি জিনপিং। আর্জেন্টিনার প্রেসিডেন্টও গোটা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন। রয়টার্স, এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন