প্রশ্নের বিবরণ : আমার দুটি সন্তান। একটি ছেলে ও একটি মেয়ে। আমার কন্যা সন্তানের পর আমি আবার গর্ভবতী হই, কিন্তু পারিবারিক সমস্যার কারণে আমি বাচ্চাটা নষ্ট করে ফেলি। আবার ছেলে সন্তান হওয়ার পর আরেকটি বাচ্চা নষ্ট করে ফেলি। এখন আমি মারাত্মক অপরাধবোধে ভুগছি। প্রতিনিয়ত আমি মানসিক কষ্টে আছি। একথা আমি কাউকে বলতেও পারছি না। আল্লাহর শাস্তির কথা মনে করে প্রতিনিয়ত মানসিক শাস্তি পাচ্ছি। কি করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন?
উত্তর : আপনি যদি প্রাণসঞ্চারের আগে গর্ভপাত করে থাকেন, তাহলে শুধু গর্ভপাতের গোনাহ হয়েছে। আর যদি প্রাণ সঞ্চারের পর গর্ভপাত করে থাকেন, তাহলে ভ্রæণ হত্যার গোনাহ। এজন্য অনুশোচনা বা দুশ্চিন্তা করে মানসিক রুগি হয়ে যাওয়া সমাধান নয়। এখন কেবল আল্লাহর নিকট তওবা, ইস্তেগফার, অনুতাপ ও ক্ষমা প্রার্থনা করতে থাকুন। আল্লাহ পরম দয়ালু ও পরম ক্ষমাশীল। আশা করা যায় তিনি আপনার তওবা কবুল করবেন। অধিক দুশ্চিন্তা ও মানসিক চাপ নেওয়া গোনাহ মাপের কোনো পদ্ধতি নয়। তওবাই একমাত্র পথ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন