৪০ বছর বয়সী ভারতের বিহারের রাজু প্যাটেল নামে এক ব্যক্তি বেত্তিয়া রেল স্টেশনে ভিক্ষা করেন। ডিজিটাল মাধ্যমে মানুষ যেন টাকা দান করতে পারেন, তার জন্য তিনি গলায় কিউআর কোড সম্বলিত প্ল্যাকার্ড ঝুলিয়েছেন এবং হাতে নিয়ে বসেছেন ট্যাবলেট। রাজু প্যাটেল এএনআইকে বলেন, আমি কেউ ডিজিটাল পদ্ধতিতে টাকা দান করলে তা গ্রহণ করি। এর মাধ্যমে পাওয়া টাকা আমার খাবার জোগানোর জন্য যথেষ্ট। তিনি বলেন, আমি এখানে ছোটবেলা থেকে ভিক্ষা করি, কিন্তু আমি ডিজিটাল যুগে ভিক্ষা করার পদ্ধতি পরিবর্তন করেছি। রাজু বলেন, ভিক্ষা করার পর আমি রেল স্টেশনেই ঘুমাই। আমি জীবিকা নির্বাহের অন্য কনো উপায় খুঁজে পাইনি। অনেক সময় মানুষ ভিক্ষা দিতে চান না কারণ, তাদের কাছে ভাংতি টাকা থাকে না। অনেকে বলেছেন, ই-ওয়ালেটের যুগে নগদ টাকা রাখার প্রয়োজন হয় না। এ কারণে আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট ও ই-ওয়ালেট খুলি। প্যাটেল অবশ্য জানান, এখনও অনেক মানুষ তাকে নগদ টাকা দান করেন। তবে কেউ কেউ ই-ওয়ালেটে টাকা ট্রান্সফার করেন। এএনআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন