রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ গড়াতে বোধহয় আর বেশি দূরে নয়। এ নিয়ে বারবার সতর্ক করে আসছে পশ্চিমাদেশগুলো। এর মধ্যে নরওয়ের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হুঁশিয়ারি করে বলেছেন, ইউক্রে সীমান্তে দেড় লক্ষাধিক সেনা মোতায়েন করেছে মস্কো। ফলে ব্যাপক পরিসরে সামরিক অভিযান চালাতে প্রস্তুত দেশটি। নরওয়ের গোয়েন্দা সংস্থার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনের প্রকাশের পর ভাইস এডমিরাল নিলস আন্দ্রেয়াস স্টেনসোনস এমন সতর্কবার্তা দিলেন। তার মতে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে শুধু রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ওপর নির্ভর করছে তিনি যুদ্ধের জন্য সামনে এগিয়ে যেতে চান, নাকি পেছাবেন। নরওয়ের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানের এই ব্যক্তব্যের আগে রাশিয়ার সামরিক তৎপরতা নিয়ে স্যাটেলাইটের নতুন ছবি প্রকাশ করেছে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার। ইউক্রে সীমান্তের তিনদিকে ব্যাপক পরিসরে সামরিক কার্যক্রম বাড়িয়েছে বলে ছবিতে ধরা পড়েছে। যদিও এ নিয়ে রাশিয়ার বক্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন