তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল কাতার সফরে গিয়েছেন। রোববার কাবুল থেকে দোহার উদ্দেশ্যে রওনা হন। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকীর নেতৃত্বাধীন প্রতিনিধি দোহাভিত্তিক ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান প্রতিনিধি দল উপসাগরীয় দেশের প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, দ্য ইউনিয়ন অব ইসলামিক স্কলারস এবং দোহাভিত্তিক মিশনের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। নরওয়ের অসলোতে বৈঠকের ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে ইসলামিক আমিরাতের নেতৃবৃন্দের এটা হবে দ্বিতীয় বৈঠক। টোলো নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন