মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাপানে মার্কিন নৌঘাঁটি সাময়িক বন্ধের পর খুলে দেয়া হয়েছে

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানের দক্ষিণাঞ্চলে মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটি গত বৃহস্পতিবার গোলাগুলির খবরে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। পরে গোলাগুলির কোন প্রমাণ না পাওয়ায় তা আবারো খুলে দেয়া হয়। ফেসবুকে দেয়া পোস্টে কমান্ডার ফ্লীট অ্যাকটিভিটিজ সাজেবো জাপান জানায়, গতকাল নিরাপত্তা বাহিনী ১৪১ নম্বর ভবনের অভ্যন্তরে গোলাগুলির খবর পায়। পোস্টে বলা হয়, এটি কোন মহড়া নয়। এর কিছু সময় পর তারা জানায়, গোলাগুলির কোন প্রমাণ না পাওয়ায় নৌঘাঁটি আবারো খুলে দেয়া হয়। কমান্ডার ফ্লীট অ্যাকটিভিটিজ সাজেবো হচ্ছে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাজেবো নগরীতে আমেরিকার নৌবাহিনীর একটি ঘাঁটি। সাজেবো টোকিও’র প্রায় ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এএফপি।
পৃথিবীর এ যাবতকালের সবচেয়ে বৃহদাকারের ড্রোন উন্মোচন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন