ইনকিলাব ডেস্ক : তুরস্কে কুর্দি সমর্থিত বিরোধী দল এইচডিপির দুই নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, সন্ত্রাসবাদবিরোধী তদন্তের অংশ হিসেবে এইচডিপি নেতা সেলাহাত্তিন দেমিরতাস ও ফিজেন ইয়কসেকদাগকে আটক করা হয়েছে। এছাড়া দলের আরো নয় এমপিকেও আটক করা হয়েছে। এদিকে এইচডিপি নেতাদের আটকের পর টুইটার, ফেসবুক, ইউটিউব ও হোয়াটস অ্যাপ বন্ধ করে দিয়েছে এরদোগান সরকার। পুলিশ গতকাল শুক্রবার আঙ্কারায় এইচডিপির কার্যালয়ে অভিযান চালায়। সেখান থেকে দলের কয়েকজন নেতাকে আটক করা হয়। বিদেশে অবস্থানরত এইচডিপির আরেক নেতা এরতুগ্রুল কারচু বিবিসিকে বলেছেন, তার দলের যেসব নেতাকে আটক করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধভাবে করা হয়েছে। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন