ভারতের রাজধানী দিল্লিতে ৮৭ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ৩০ বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, ওই যুবক পেশায় পরিচ্ছন্নতা কর্মী। সে তিলক নগর এলাকায় ওই বৃদ্ধার বাড়ির কাছাকাছি থাকতো। গত রোববার ওই বৃদ্ধা তার বাড়িতে একা ছিলেন। ওই সময় যুবকটি বাড়িতে ঢুকে বৃদ্ধার ওপর হামলা চালায় এবং লুটপাট করে। ধর্ষণের শিকার ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের অভিযোগ, প্রথমদিকে পুলিশ শুধু চুরির মামলা নিতে চেয়েছে, ধর্ষণের মামলা নিতে চায়নি। তাদেরকে পুলিশ জানিয়েছে, ধর্ষণের মামলা করলে সেটা তাদের চাপের মুখে ফেলতে পারে। অবশ্য পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। এর আগে ২০২০ সালে দিল্লিতে ৮৬ বছরের এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছিল। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন