ফিলিস্তিনের পশ্চিত তীরের একটি গ্রামে বর্ণবাদী হামলা চালানোর অভিযোগে ১৭ ইসরাইলি নাগরিককে গ্রেফতার করেছে ইসরাইলের পুলিশ। দেশটির পুলিশ জানিয়েছে, আটক ১৭ ইসরাইলি নাগরিক হাওয়ারা গ্রামে ২৪ জানুয়ারি পাথর ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে একজন ফিলিস্তিনি গুরুতর আহত হন। হামলা করে তারা সাধারণ ফিলিস্তিনিদের গাড়ি, বাড়ি ও দোকানের ক্ষতি সাধন করেন। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ওয়েস্ট ব্যাংকের বাসিন্দারা নিয়মিত ইহুদি অবৈধ বসতি স্থাপনকারী ইসরাইলিদের হামলার স্বীকার হন। এসব হামলার বিষয়ে অভিযোগ করলেও পুলিশ সাড়া দেয় না। ফলে বেশিরভাগ অপরাধীকে কোনো শাস্তি ভোগ করতে হয় না। ইসরাইলের মানবাধিকার সংস্থা বি’সালেম জানিয়েছে, ২০২০ সাল থেকে তারা ইহুদি ইসরাইলিদের এমন ৪৫১টি হামলার বিষয় নিবন্ধন করেছে। এসব হামলার ৬৬ ভাগে পুলিশ ঘটনাস্থলেই যায়নি। ফলে কাউকে গ্রেফতার হতে হয়নি। দ্য নিউ আরব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন