প্রশ্নের বিবরণ : মুরুব্বিরা বলে যে, নিজের মাসুম বাচ্চার দিকে মা-বাবা এক নজরে কিছুক্ষণ তাঁকিয়ে থাকলে ওই বাচ্চার অমঙ্গল হয়। কথাটি কতটুকু সত্য?
উত্তর : ইসলামের দৃষ্টিতে নজর লাগা বিষয়টি সত্য। যারা মনে করেন যে, তাদের তাঁকিয়ে থাকায় ক্ষতি হয়, তারা আনন্দের সাথে তাঁকিয়ে থাকার সময় ‘মাশাআল্লাহ’ বলতে থাকবেন। নজর না লাগার বহু দোয়া আছে। দু’য়েকটি শিখে নেবেন। নবী করিম (সা.) বলেন, আমার উম্মতের অধিকাংশ মানুষ নজরেই মারা যায়। হতে পারে সেটি নজর, হতে পারে সেটি হিংসুকের কিংবা শুভাকাক্সক্ষীর নজর। এজন্য তিনি নিজের পরিবারের শিশুদের নজর না লাগার জন্য দোয়া করতেন। ভালো মন্দ সব মানুষের জানা না জানা সব নজর থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন