শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নির্ধারিত সময়েই পরবর্তী নির্বাচন হবে : নওয়াজ

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জনগণের উদ্দেশে বলেছেন, মিথ্যাবাদীরা জনগণকে পরিচালিত করতে পারে না, তারা জননেতা হতে পারে না। নির্ধারিত সময়েই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। তাছাড়া পাকিস্তানের উন্নয়ন কর্মকা- অব্যাহত থাকবে, ব্যাঘাত সৃষ্টি করে কোনো লাভ হবে না। তিনি গত শুক্রবার এক জনসমাবেশে বক্তৃতা করার সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, মিথ্যাবাদীরা আপনাদের নেতৃত্ব দিতে পারে না। পাক প্রধানমন্ত্রী নওয়াজ আরো বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের অবরোধ কর্মসূচি একটি থ্যাঙ্কসগিভিং সম্মেলনে পরিণত হয়েছে। পাকিস্তানে উন্নয়ন হচ্ছে, তারা জানেন গ্যাস, ইলেক্ট্রিসিটি সরবরাহ এবং দুই-লেন সড়ক নির্মাণের মধ্যে দিয়ে সরকার দেশের প্রভূত উন্নতি করছে। তাই তারা এতে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে যেন উন্নতি থেমে যায় ও পাকিস্তান ৫০ বছর অতীতে ফিরে যায়Ñ উল্লেখ করেন নওয়াজ। বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নাম না নিয়ে তিনি বলেন, যারা সমাবেশের ডাক দিয়েছিলেন, তাদের এজেন্ডা বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকারের কর্মদক্ষতার উল্লেখ করে তিনি জানান, সরকার কঠোর পরিশ্রম করছে এবং সামনের দিনে আরো করবে। নির্ধারিত সময়েই (২০১৮ সালে) পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও স্পষ্টভাবে ঘোষণা করেন তিনি। উল্লেখ্য, ২ নভেম্বর ইসলামাবাদে এক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতি অনাস্থা প্রকাশ করে রাজধানী অবরুদ্ধ করে দেয়ার উদ্দেশ্যে এই কর্মসূচির ডাক দেন তিনি। ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন