শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্যারিস থেকে সরানো হচ্ছে ৩ সহস্রাধিক শরণার্থী

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্যারিসের একটি শরণার্থী শিবিরে আশ্রয়গ্রহণকারী তিন হাজারের বেশি শরণার্থীকে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। স্থানান্তরকরণের প্রাক্কালে স্ট্যালিনগ্রাদ মেট্রো স্টেশনের কাছে কয়েকশ’ লোককে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলা হয় এবং এর কিছুক্ষণ পর তাদের নিয়ে প্রথম বাস সেখান থেকে ছেড়ে চলে যায়। সংবাদদাতারা জানিয়েছে, তাদেরকে প্যারিস অঞ্চলের বিভিন্ন অভ্যর্থনা কেন্দ্রে নেয়া হচ্ছে। এক সপ্তাহ আগে কালাইসের জঙ্গল ক্যাম্প থেকে প্রায় সাত হাজার লোককে সরিয়ে নেয়ার পর সেখানে এ অভিযান চালানো হচ্ছে। প্যারিস অঞ্চলের মুখপাত্র জানান, অভিযান স্বাভাবিকভাবে চলছে। তিনি আরো জানান, বিভিন্ন কেন্দ্রে বসবাস করা এসব শরণার্থী এক সময় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করার সুযোগ পাবে। মুখপাত্র জানান, শরণার্থীদের সরিয়ে নেয়ার এ অভিযানে প্রায় ৬০০ পুলিশ সদস্যকে কাজে লাগানো হয়েছে। ২৮ বছর বয়সী খালিদ নামের এক অভিবাসী বলেন, আমরা কোথায় যাচ্ছি সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। প্যারিস বা পার্শ্ববর্তী কোন এলাকা আমার জন্য খুব ভালো। আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র। আমি এক মাসেরও বেশি সময় ধরে এখানে একটি ক্যাম্পে রয়েছি। এটি ছেড়ে যাওয়ায় ভালো লাগছে। এর আগে গত জুলাই ও সেপ্টেম্বর মাসে স্ট্যালিনগ্রাদ ক্যাম্প থেকে শরণার্থীদের সরিয়ে নেয়া হলেও তারা দ্রুত আবার সেখানে ফিরে আসে। বিবিসি, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন