বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

তৃতীয় লিঙ্গদের হেনস্থা করলে শাস্তি...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

লেসবিয়ান, গে, উভকামী, ট্রান্সজেন্ডার, কুইর, ইন্টারসেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল (এলজিবিটিকিউআইএ) ব্যক্তিরা বারবার পুলিশের হয়রানির শিকার হয়েছেন। এবার এটি রুখতেই নির্দেশিকা আনল ভারতের তামিলনাড়ু রাজ্য। একটি ছেলে ও মেয়ে পাশাপাশি বসলেই পুলিশের হেনস্থার শিকার হতে হয়। আর এলজিবিটিকিউআইএ হলে তো কথাই নেই। তাদের উপরে পুলিশের অহেতুক কর্তৃত্ব ফলানোর নজির কম নয়। তামিলনাড়ুর অধস্তন পুলিশকর্মীদের আচরণ বিধিতে সংশোধনী আনা হয়েছে। সরকারি গেজেটে নয়া নির্দেশিকা প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, কয়েক মাস আগেই মাদ্রাজ হাইকোর্ট রাজ্য প্রশাসনকে এলজিবিটিকিউআইএ সমস্যার বিষয়ে পুলিশকে সংবেদনশীল হওয়ার পরামর্শ দেয়। কোনও পুলিশ অফিসার এলজিবিটিকিউআইএ ব্যক্তি বা তাদের সমর্থনে কাজ করা ব্যক্তিদের হয়রানিতে লিপ্ত হবেন না, বলছে তামিলনাড়ু সরকারের জারি করা নির্দেশিকা। তার তলায় সাক্ষর রয়েছে অতিরিক্ত মুখ্য সচিব এস কে প্রভাকরের। গত বছরের সেপ্টেম্বরে, এক লেসবিয়ান যুগল মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে তারা জানিয়েছিলেন, তাদের যৌন অভিমুখের কারণে হেনস্থা করা হচ্ছে। এমন কি পুলিশের কাছেও হয়রানি হয়। রীতিমতো বাড়ি ছেড়ে পালাতে হয় তাদের। হিন্দুস্থান টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন