বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভারতের অবস্থানে অসন্তুষ্ট ইউক্রেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৩ এএম

রাশিয়ার অভিযান নিয়ে ভারতের অবস্থানে ক্ষুব্ধ ইউক্রেন। ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইগোর পোলিখা স্পষ্ট বলেন, ‘ভারতের অবস্থানে আমরা অসন্তুষ্ট। ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে সাহায্যে এগিয়ে আসা উচিত ভারতের’-ভারতকে অনুরোধ ইউক্রেনের রাষ্ট্রদূতের। তবে ইতোমধ্যেই পুতিনকে যুদ্ধ বন্ধের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে প্রসঙ্গে ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, ‘আমি জানি না কত বিশ্ব নেতার কথা পুতিন শুনতে পারেন। তবে মোদিজির অবস্থান আমাকে আশাবাদী করেছে’।

রাশিয়ার অভিযানে ইতোমধ্যেই ইউক্রেনে বহু মানুষের মৃত্যু হয়েছে। ইউক্রেনের একের পর এক শহরে রুশ গোলা আছড়ে পড়ছে। ইউক্রেনের একের পর শহরে শোনা গেছে গোলার শব্দ। কিয়েভ-সহ বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে খারকিভের মতো ইউক্রেনের অন্যান্য শহরগুলো থেকেও। এদিকে, ইউক্রেনে থাকা ভারতীয়দের উদ্ধারের চেষ্টার পাশাপাশি সেদেশের পরিস্থিতির দিকেও কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণারয়। তবে এ বক্তব্যে অসন্তুষ্ট ইউক্রেনের রাষ্ট্রদূত পোলিখা।

তিনি বলেন, ‘ভারতের সমস্ত প্রতিবেদন দেখছি। ইউক্রেনে নিজেদের দেশের নাগরিকদের প্রতি ভারতের সর্বশেষ পরামর্শটি ছিল কেবল বাইরে না যাওয়া, কিয়েভে না যাওয়া। পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ভারত পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। আমরা তাদের অবস্থান নিয়ে গভীরভাবে অসন্তুষ্ট। এর মানে কী? ঘনিষ্ঠভাবে অনুসরণ বা আরো ঘনিষ্ঠভাবে? এখন ১০-১৫ জন নিহত হয়েছেন। লাখ লাখ মানুষ নিহত হলে কী হবে? আমরা অপেক্ষা করছি, আমরা জিজ্ঞাসা করছি, আমরা এক্ষেত্রে ভারতের শক্তিশালী কণ্ঠস্বরের জন্য অনুরোধ করছি’।
উল্লেখ্য, ইউক্রেনের একাধিক মেডিক্যাল কলেজে বিপুল সংখ্যক ভারতীয় ছাত্রছাত্রী পড়াশোনা করেন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন