শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজনীতি

হামলায় আহত বিএনপি নেতা দিপু-স্বপন : বাধা ডিঙিয়ে সমাবেশে সাজুর নেতৃত্বে নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১৬ এএম
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এসএ সিদ্দিক সাজুর নেতৃত্বে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও শাহ্আলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রওশন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল, মিরপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলু, দারুসসালাম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফ মৃধা, মিরপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুর রহমান এনা, দারুসসালাম থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ লিটন ভূঁইয়া, শাহ্আলী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক প্রচার সম্পাদক মোঃ মোস্তফা বেপারী, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী জহিরুল ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি রাজীব আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল হোসেন মামুন, ১ নং যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান শান্ত, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম রানা, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন রিপন, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস,এম, রুস্তম আলী, যুগ্ম আহ্বায়ক কে,এম, ইয়াহিয়া সামী, ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম শ্যামল, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ পারভেজ আহম্মেদ, ৮ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রাহিদ রাহাদ, ৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবু সাঈদ দিপু, যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন স্বপন, ১০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ সেলিম ইকবাল, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দীক মাকসুদ, যুগ্ম আহ্বায়ক হাজী রমজান হোসেন রঞ্জু, ১১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ আবুল বাঁশার ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুর রহমান, ১২ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ আকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার দিল খায়ের শিপু, ১৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ মফিজুর রহমান মফিজ, যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, এহসানুল হক আপেল। এছাড়াও মিরপুর থানা যুবদলের সাবেক সভাপতি আবু রাসেল চৌধুরী মিঠু, শাহ্আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান দেওয়ান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রহমান, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের মোখলেছুর রহমান, প্রদীপ কুমার, দারুসসালাম থানা ছাত্রদলের আকিব আসিফ অভি, রুমন আহম্মেদ, শাহ্আলী থানা ছাত্রদলের রায়হান, সজীব, মিরপুর থানা ছাত্রদলের অনিকসহ ঢাকা-১৪ আসনের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সমথর্কবৃন্দ অংশগ্রহণ করেন।
 
এর আগে বিক্ষোভ সমাবেশে যোগদানের প্রস্তুতিকালে ৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবু সাঈদ দিপু ও যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন স্বপনসহ ২০/২৫ জন নেতাকর্মীর ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করে। বিক্ষোভ সমাবেশ থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবী জানানো হয়।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন