বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেনীয়দের জন্য প্রার্থনা ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসার কয়েকদিনের মাথায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুর বদলে এবার ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়েছেন; বলেছেন, ইউক্রেনীয়দের জন্য প্রার্থনা করছেন তিনি। মস্কোর ওপর যুক্তরাষ্ট্র ও মিত্রদের নতুন নিষেধাজ্ঞার কয়েক ঘণ্টা পর রোববার ফ্লোরিডায় কনজারভেটিভ পলিটিকাল অ্যাকশন কমিটির এক সমাবেশে তিনি একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পশ্চিমাদের নতুন এ নিষেধাজ্ঞার ফলে বিশ্বের প্রধান পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ার কিছু ব্যাংক বাদ পড়বে এবং রুবলের সহায়তায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা কমবে। সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প যে সমাবেশে বক্তব্য দিয়েছেন, আয়োজকরা একে বিশ্বের সবচেয়ে বড় রক্ষণশীলদের সমাবেশ বলে অ্যাখ্যা দিয়েছেন। এখানেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার বক্তৃতায় এখনকার প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছেন এবং ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ফের ইংগিত দিয়েছেন। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর ট্রাম্প যখন ভ্লাদিমির পুতিনের এ পদক্ষেপকে ‘জিনিয়াস’, ‘খুবই বুদ্ধিমান’ বলে অভিহিত করেছিলেন, তখন তার দল রিপাবলিকান পার্টির অনেক সদস্যেরও চোখ কপালে উঠে গিয়েছিল। সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট এবার সুর বদলে ইউক্রেনীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আক্রমণের মুখেও রাজধানী কিয়েভে থাকার সিদ্ধান্ত নেওয়ায় তাকে ‘বীর’ অ্যাখ্যা দিয়েছেন। “ইউক্রেনে রুশ হামলা স্তম্ভিত করার মতো। আমরা ইউক্রেনের গর্বিত জনগণের জন্য প্রার্থনা করছি,” বলেছেন তিনি। তবে এদিনও তিনি বলেছেন, বাইডেন ‘দুর্বল’ হওয়ায় পুতিন সেই সুবিধাকে কাজে লাগিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছেন। এর সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি নিয়ে তার অভিযোগও পুনর্ব্যক্ত করেছেন। “সবাই বুঝছে, এই ভয়াবহ বিপর্যয় কখনোই হতো না যদি আমাদের নির্বাচনে জালিয়াতি না হতো, এবং আমি প্রেসিডেন্ট থাকতাম,” তার এ কথার পরপরই দর্শকশ্রোতাদের মধ্যে থেকে এক নারী ‘আপনিই প্রেসিডেন্ট’ বলে চিৎকার করে ওঠেন। এদিনের সমাবেশেও ট্রাম্প তিনি পরবর্তী নির্বাচনেও দাঁড়াবেন কিনা তা স্পষ্ট করেননি, তবে ইংগিত দিয়েছেন। “২০২৪ সালের নভেম্বরে, তারা এমন অবস্থায় পড়বে, যেমনটা আগে পড়েনি। আমরা দুইবার জিতেছি, আবারও জিতবো। আমরা আবারও জিততে যাচ্ছি, তৃতীয়বার,” বলেছেন তিনি। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন