জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে জানিয়েছেন, দেশটিতে মানবিক সহায়তা বাড়াতে কাজ করছে জাতিসংঘ। স্থানীয় সময় শনিবার জাতিসংঘের একজন মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘অ্যান্তোনিও গুতেরেস প্রেসিডেন্ট জেলেনস্কিকে জানিয়েছেন, জাতিসংঘ আগামী মঙ্গলবার ইউক্রেনের নাগরিকদের মানবিক সহায়তার জন্য আহ্বান জানাবেন।’ এর আগে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস জানিয়েছিলেন, রাশিয়ার আগ্রাসনের ফলে আগামী তিন মাসে ইউক্রেনে মানবিক সহায়তার জন্য অন্তত এক বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন