সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতীয়দের উদ্ধারে ৪ মন্ত্রী যাচ্ছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

আটকেপড়া ভারতীয়দের দেশে ফেরাতে চারজন মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশে পাঠাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনে আটকে পড়েছেন প্রায় ১৬ হাজার ভারতীয়, যাদের মধ্যে অধিকাঙ্কই ছাত্রছাত্রী। সরকারি সূত্র জানাচ্ছে, চার মন্ত্রী- হরদীপ পুরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরণ রিজুজু ও ভি কে সিং ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতে যাবেন। সেখান থেকে ইউক্রেনে আটক ভারতীয়দের উদ্ধার করার কাজ দেখভাল করবেন। তারা ভারতের বিশেষ দূত হয়ে ওই দেশগুলোতে যাবেন। সোমবার সকালে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইউক্রেন থেকে সরাসরি ভারতীয় নাগরিকদের নিয়ে আসা সম্ভব হচ্ছে না। লড়াইয়ের জন্য ইউক্রেনের বিমানবন্দরে বিমান নামতে পারছে না। এই অবস্থায় ইউক্রেন থেকে সীমান্ত পেরিয়ে রোমানিয়ায় ভারতীয়দের নিয়ে আসা হচ্ছে। সেখান থেকেই বিমানে করে দিল্লি উড়িয়ে আনা হলো ২৪৯ জন ভারতীয়কে। এই নিয়ে পাঁচটি বিমানে করে ভারতীয়রা দেশে ফিরলেন। দিল্লিতে নামার পর এক ছাত্র ভারতীয় সংবাদসংস্থা এএনআই-কে বলেছেন, ‘আসল সমস্যা হলো সীমান্ত পেরোনো। তবে ভারতীয় দূতাবাস সব ধরনের সাহায্য করছে। আমি আশা করছি, আটক সব ভারতীয় নিরাপদে দেশে ফিরতে পারবেন।’ ইউক্রেনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ইতোমধ্যেই সতর্ক করে জানানো হয়েছে, কোনো ভারতীয় যেন নিজে থেকে ঝুঁকি নিয়ে সীমান্ত পেরোতে না যান। কারণ, বিভিন্ন সীমান্ত চেকপোস্টের অবস্থা খুবই স্পর্শকাতর। দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন দেশের সরকারের সাথে আলোচনা করা হচ্ছে। তারপর ভারতীয় নাগরিকদের ইউক্রে থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দূতাবাসের পক্ষ থেকে সতর্কবার্তায় বলা হয়েছে, ‘চেকপোস্ট পার করানোটা ক্রমশ খুবই কঠিন হয়ে পড়ছে। তাই তাদের সাথে সমন্বয় না করে কোনো ভারতীয় যেন সীমান্ত পেরিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা না করেন।’ পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানোর অভিযানের নাম দিয়েছে অপারেশন গঙ্গা। এর জন্য একটি নির্দিষ্ট টুইটার হ্যান্ডেল তৈরি করা হয়েছে। হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া ও স্লােভাক রিপাবলিকে হেল্পলাইন নম্বর সেখানে দেয়া হয়েছে। ইউক্রেনের সাথে এই দেশগুলোর সীমান্ত রয়েছে। ভারতীয় ছাত্রছাত্রীরা সামাজিক মাধ্যমে জানাচ্ছেন, তারা কীভাবে বাঙ্কারে, সাবওয়েতে আশ্রয় নিয়েছেন। কীভাবে শহরে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে এবং গোলাগুলি চলছে। তারা বারবার সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন। অনেক ভারতীয় ছাত্রছাত্রী সীমান্ত পার হতে গিয়েছিলেন এবং তারা বিপাকে পড়েছেন এবং তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ডয়চে ভেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন